From the Head Of Institution Desk

সরসুনা গ্রামের বুকে গড়ে ওঠা সরসুনা উচ্চ বিদ্যালয় ১৬০ বছর ধরে সরসুনা এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যাদানের কাজটি সুচারূরূপে পালন করে চলেছে। পাঠক্রমীক বিষয় ছাড়াও বিভিন্ন সহপাঠক্রমীক কাজেও বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীরা পারদশ্ী। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বিদ্যালয়ের ফলাফল যথেষ্ট আশানুরূপ।এছাড়াও বিভিন্ন সরকারী স্কলারশিপ পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রদের অবস্থান বহু ক্ষেত্রেই সবার উপরে। নৃত্য ,সংগীত , ফুটবল খেলা , হ্যান্ডবল খেলাতেও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অগ্রগন্য। কন্যাশ্রীর কাজেও বিদ্যালয় যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে।কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবটিকে আধুনিকিকরন করা এবং কম্পিউটারের সংখ্যাও বাড়ানো হয়েছে।ছাত্র ছাত্রীদের জন্য SMART CLASSROOM এর ব্যাবস্থাও করা হয়েছে।বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।ছাত্র ছাত্রীদের প্রয়োজনে শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সংঘটিত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান হিসাবে বিদ্যালয়ের আরও শ্রীবৃদ্ধি আশা করি।