Rules & Regulations

১) সকল শিক্ষার্থীদের প্রার্থনা সঙ্গীতে উপস্থিত থাকতে হবে । সকল ১০:৫৫ বিদ্যালয়ের গেট বন্ধ হয়ে যাবে৷

২) বিদ্যালয়ে শতকরা ৭৫দিন উপস্থিত থাকা বাধ্যতামূলক । 

৩) প্রথম ও পঞ্চম পিরিয়ডের পর কোন ছাত্র ছাত্রী শ্রেণীকক্ষের বাইরে বেরোবে না । 

৪) বিদ্যালয়ে মোবাইল ফোন আনা , চুলে রঙ করা , হাতে সুতো না ব্যান্ড বাধা , গলায় চেন পরা , গুটখা , তামাক জাতীয় বা পানমশলা জাতীয় বস্তু খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ । 

৫) কোনভাবেই বিদ্যালয়ের কোন সম্পত্তির ক্ষতিসাধন করা যাবে না । অন্যথায় ক্ষতিপূরণ দিতে হবে এবং কঠোর শাস্তি হতে পারে । 

৬) ছুটির সময় বিদ্যালয় থেকে সুশৃঙ্খলভাবে বেরোতে হবে। 

৭) শিক্ষক শিক্ষিকা রা ডাইরিতে যা লিখে দেবেন তা অভিভাবককে দিয়ে অবশ্যই স্বাক্ষর করাতে হবে । 

8) বিদ্যালয়ে পালনীয় বিভিন্ন অনুষ্ঠান , বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর যোগদান বাধ্যতামূলক । 

9) বিদ্যালয় ও নিজের শ্রেণিকক্ষ কখনই অপরিষ্কার করা যাবে না । প্রয়োজনে অবশ্যই নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে হবে । 

10) শ্রেণীকক্ষে সহপাঠীর সাথে গোলমাল , সতীর্থর ব্যাগ বই ঘাটাঘাটি , মনিটরের কথা না শোনা অপরাধ বলে গণ্য হবে । ......