History

রাজা প্রতাপাদিত্যের দান করা 22শতক জমিতে এলাকার কিছু বিদ্যানুরাগী ব্যক্তিদের সহায়তায় 1860 সালে কটি চালা ঘড় নিয়ে গড়ে ওঠে সরশুনা স্কুল । ব্রিটিশ ভারতে তখন অজ পাড়া গাঁ সরশুনাতে গড়ে ওঠা  বিদ্যালয়ে ছাত্র ভর্তি হতে থাকে ।  কিন্তু একদিন রাতে কিছু দুষ্কৃতী চালাঘড়টিতে আগুন জ্বালিয়ে দেয় ।  

তবে শিক্ষা দানের কাজ থেমে থাকেনি , অদূরেই চ্যাটার্জিপাড়ার আটবাড়িতে পড়াশোনা চলত । এরপর এলাকার বিভিন্ন মানুষের আর্থিক ও শারীরিক সহযোগিতায় রাজা  প্রতাপাদিত্যের দান করা  জমিতেই  করে  হয়শুনা স্কুল । 

এরপর আপার প্রাইমারি ইংরাজি মিডিয়াম হিসাবে পরিণত হয় । দেশ স্বাধীনের বেশ কিছু পর বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে এবং তার ও পরে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নিত হয় । 

আজও সরশুনা এলাকায় এই বিদ্যালয়টি খুবই জনপ্রিয় এবং ছাত্র সংখ্যায় সর্বাধিক । ......