History
HISTORY OF SCHOOL
দেশ সবে স্বাধীনতা অর্জন করেছে,আমাদের দেশ নিজস্ব ছন্দে
চলার ভাবনা খুঁজে পেয়েছে। তারই ফলশ্রুতি কুশমণ্ডি প্রাথমিক
বিদ্যালয় স্হাপন। সালটি ছিল 1949 খ্রিঃ। স্রষ্টার অকৃত্রিম সদিচ্ছা
যেন এতদ্ এলাকার শিশুদের প্রাথমিকশিক্ষা গ্রহণের দুয়ার খুলে
দেয় ।আজ হয়তো স্রষ্টারানেই কিন্তু বিদ্যায়তনটি আজ মহীরুহে
পরিণত হয়েছে। অগুন্তি শিশু প্রাথমিকশিক্ষা গ্রহণ ক’রে প্রত্যেকে
স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। যাঁরাএই বিদ্যালয়ে শিক্ষকতার কাজে
নিয়োজিত ছিলেন তাঁদের অকৃত্রিম ভালোবাসায় বিদ্যায়তনটি
তার নিজস্বতা ধরে রেখেছে তাঁদের পথ অনুসরণ করেই আজ
যাঁরা শিক্ষকতার কাজে নিয়োজিত আছি প্রত্যেকেই দায়বদ্ধ।
হাজারো বাধা-বিপত্তির মধ্যেই বিদ্যালয়ের মৌলিক কর্মকাণ্ড
সুষ্ঠুভাবে পরিচালনা আমারা সদা সর্বদাই করি এবং করবো।
দেখতে দেখতেই এই বিদ্যায়তনটি 72 বছরে পা রেখেছে।
প্ল্যাটিনামজুবিলি বর্ষে পদার্পণ করেছে, প্রাক্তনীও বর্তমান ছাত্র-ছাত্রীদের
শিক্ষক-শিক্ষিকাগন এবং হিতাকাঙ্ক্ষী শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গের কাছে আবেদন
আগামী 2023 সালে প্ল্যাটিনামজুবিলি উত্সব মহাসমারোহে পালিত হউক।