Rules & Regulations

                                                            “ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ে অবশ্যই পালনীয় নিয়মাবলী”

  1. প্রত্যেহ নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকিয়া প্রার্থনায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক
  2. প্রত্যহ বিদ্যালয়ের জন্যনির্ধারিতপোশাক পরিধান করা বাধ্যতামূলক
  3. বিদ্যালয়কর্তৃক গৃহীতসমস্ত মূল্যায়নে অবশ্যই বসিতে হইবে
  4. বিদ্যালয়ের সহপাঠীছাত্র/ছাত্রীদের সহিত সৌভাতৃত্ব মূলক সম্পর্ক গড়িয়া তুলিতেহইবে
  5. ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষায় সচেষ্ট থাকিতে হইবে
  6. শ্রেণীকক্ষের অভ্যন্তরেএবং বাহিরে সর্ব প্রকারের পরিচ্ছন্নতা রক্ষা করিয়া চলিতে হইবে
  7. শ্রেণীকক্ষে সতীর্থদের বইপত্রও ব্যাগ ঘাঁটাঘাঁটি করিয়া সমস্যা সৃষ্টি অপরাধ বলিয়া গন্য হইবে
  8. বিদ্যার্থী হিসেবে প্রত্যেক ছাত্র/ছাত্রীদের শুধু বিদ্যালয় অভ্যন্তরে নয়/বাহিরেও বিনম্র ব্যবহার করিতে হইবেবিদ্যার্থীকে মনে রাখিতে হইবে যে তাহাদের সদাচরণ বিদ্যালয়ের সুনাম রক্ষার সহায়ক এবংঅভিভাবক/অভিভাবিকাদের নিকট একান্তকাম্য
  9. মধ্যাহ্ণকালীন আহারেরপূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে সু-সজ্জিত ভাবে বসিয়া আহার গ্রহণ করিবার পর নিজস্ব ভূক্তাবশেষ নির্দিষ্ট স্হানে ফেলিতে হইবে

 

  •                                                                     মায়েদেরপ্রতিআবেদন    :-

  • মায়েরা চাইলেই সমগ্র দেশের তথা পৃথিবীর প্রতিটি শিশুই সু শিক্ষায় শিক্ষিতহবে তাই শিক্ষক /শিক্ষিকা এবং মা বাবা প্রত্যেকের মিলিত প্রয়াসে আগামী দিনের কাণ্ডারী তৈরী করি ,যারা আগামী দিনে দেশ চালানার কাজে এগিয়ে আসবে
  • আপনার শিশুকে নিয়ে কোন বক্তব্য থাকলে সরাসরি শ্রেণীর বাইরে শ্রেণী শিক্ষক/শিক্ষিকার সঙ্গে সৌহার্দ্য পূর্ণ আলোচনায় আপনার সমস্যার সমাধান করুন
  • প্রত্যেক মার প্রতি আমাদের আবেদন প্রতিদিন শিশুকে জিজ্ঞাসা করবেন, আজ বিদ্যালয়ে  কি কি হল তাহলেইআমারা মনে করবো আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিন যোগাযোগ রইলো