Our Campus

আমাদের বিদ্যায়তন

আমাদের বিদ্যায়তনটি সত্যিই শিশু উপযোগী।

রয়েছে সুন্দর খেলাধুলার পরিসর,ছায়াশীতল মুক্তাঙ্গনে

গায়ত্রীমঞ্চ যেখানে শিশুরা তাদের সাংস্কৃতিক প্রতিভার

বিকাশ ঘটাতে সক্ষম,রয়েছে স্বাস্থ্যকর শ্রেণীকক্ষযাতে

অনায়াসে পঠন পাঠন করতেই পারে, মধ্যাহ্নে শিশুদের

আহারের সুব্যবস্থা আছে। নিয়মিত সকাল 10:45 টায়

প্রার্থনায় অংশগ্রহণ প্রত্যেক ছাত্রছাত্রীদের যেমন বাধ্যতামূলক

ঠিক শিক্ষক শিক্ষিকাদেরও, জাতীয়সংগীত ছাড়াও আর ও নানা

সংগীত, দিনেরতাত্পর্য ,বাণী দিয়ে ঋত্বিক ছাত্রছাত্রী

বিদ্যালয়ের প্রাক্প্রারম্ভিক কর্মসূচি সমাপ্ত করে ।তারপর শুরু

হয় ক্রীড়াচ্ছলে শিশুদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাগনের বিষয়ভিত্তিক

ভাব বিনিময়।বিদ্যালয় সাঙ্গকাল বৈকাল  4:00 টায়।