জগৎপুর আদর্শ বিদ্যামন্দির একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । শিক্ষা বিমুখ এতদ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের উদ্দেশ্যে 1965 সালে কিছু শিক্ষানুরাগী ব্যক্তি নানাবিধ প্রতিকূলতার মধ্যে বর্তমান বিদ্যালয়টি স্থাপন করেন । তাদের সেই শুভ প্রচেষ্টা সার্থক রুপায়ন আজকের এই কলতান মুখরিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । স্বল্প পরিসর স্থানে শতাধিক ছাত্র-ছাত্রী সুষ্ঠু শিক্ষাদানের এক আদর্শ শিক্ষালয় । একান্তভাবেই জগৎপুর আদর্শ বিদ্যামন্দির , ভারতের ঐতিহ্য এবং চিরন্তন সাংস্কৃতিক জীবনানুগ শিক্ষাদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত এক যুগোপযোগী আদর্শ বিদ্যালয় ।