-----: বিদ্যালয়ের শিক্ষা দানের সময় :-----
(10:50 মিনিট থেকে 4.30 মিনিট পর্যন্ত)
প্রতিদিন বেলা 10:45 মিনিট সময় প্রার্থনা সংগীত । এই সময়ের পূর্বেই ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট কক্ষে উপস্থিত ও প্রস্তুত থাকতে হবে । নির্ধারিত সময়ে (10:45 মিনিট) ঘন্টা ধ্বনির পরিবর্তনের মাধ্যমে প্রার্থনা সঙ্গীত শুরু হবে । প্রার্থনা শেষে 10:50 টা থেকে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে, চলবে 4.30 মিনিট পর্যন্ত ।