History

যোধপুর পার্ক গার্লস হাইস্কুল একটি সুখ্যাত ও আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যালয়। Bengal Secretariat Co-operative Land Mortgage Bank & Jodhpur Park Housing Society Limited দান করেছেন সামনের দিকে একতলা বাড়িসহ ৬বিঘা ১৫কাঠা ২ছটাক জমি। পরবর্তীকালে পুরানো এই বাড়ির পিছন দিকেই আর একটি বৃহৎ ত্রিতল বাড়ি তৈরি হয়। প্রশস্ত ক্রীড়াঙ্গন এবং বহুবৃক্ষ ও বাগানশোভিত এমন মনোরম সুপরিসর বিদ্যালয় কলকাতায় কমই আছে। প্রগতিশীল, জীবনমুখী সাংস্কৃতিক শিক্ষাদর্শের ভিত্তিতে একটি যুগোপযোগী আদর্শ বালিকা বিদ্যালয় সংস্থাপন করাই ছিল এতদঞ্জলের  শিক্ষানুরাগী উদ্যো্তাদের পরিকল্পনা।