Rules & Regulations

(ক) নির্দিষ্ট পোষাকে নিয়মিত বিদ্যালয়ে আসা

খে) শ্রেণী কক্ষে পাঠে মনোযোগ

(গ) সহপাঠীর সঙ্গে সহ যোগিতা

(ঘ) বিদ্যালয়ের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ

(ঙ) বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলা এবং

(চ) নিয়মিত বাড়ির কাজ। এ ব্যাপারে অভিভাবকের সর্বপ্রকার সহযোগিত৷ একান্ত কাম্য।

1. স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্রদিবসে ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।

2. কোন অভিভাবক শ্রেণী-শিক্ষিকা/ সহ-শিক্ষিকা বা প্রধান শিক্ষিকার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন বোধ করলে তাকে ছাত্রী মারফৎ পূর্বেই শ্রেণী- শিক্ষিকাকে জানিয়ে সাক্ষাতের দিন এবং নির্দিষ্ট সময় জেনে নিতে হবে।

3. বিদ্যালয় চলাকালীন কোন শিক্ষার্থীর সঙ্গে অভিভাবকের সাক্ষাত প্রধানশিক্ষিকার অনুমতি সাপেক্ষ।

4. শ্রেণীকক্ষে মোবাইল ফোন সঙ্গে রাখা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।