বিদ্যালয়ের নির্ধারিত পোষাক
(ক) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রীদের হালকা বাদামী রং-এর ফ্রক সাদা মোজা, কালো স্কুল জুতো।
(খ) তৃতীয় থেকে অষ্টমশ্রেণী পর্যন্ত হালকা বাদামী রঙের শার্ট এবং খয়েরী রং-এর স্কার্ট। সাদামোজা ও কালো স্কুল জুতো। শীতকালে লাল রঙ-এর সোয়েটার।
(গ) প্রাকপ্রাথমিক থেকে অষ্টমশ্রেণী পর্যন্ত ছাত্রীরা শীতকালে লাল রঙের পাজামা পরতে পারবে।
(ঘ) পি-টি-র জন্য নির্ধারিত পোষাক - লাল টিশার্ট, সাদাস্কার্ট এবং সাদা কেড্স।
(ঙ্) নবম ও দশম শ্রেণি পর্যন্ত হালকা বাদামী রঙের শার্ট এবং খয়েরী রঙ-এর স্কার্ট। সাদামোজা ও কালো স্কুল জুতো। শীতকালে লাল রঙ- এর সোয়েটার ও লাল পাজামা।
(চ) একাদশ ও দ্বাদশ শ্রেণি - সাদা শার্ট ওগাঢ় ছাইরঙ- এর স্কার্ট। শীতকালে কালো রঙ- এর সোয়েটার, কালো পাজামা, সাদা মোজা, কালো স্কুল জুতো।