বিদ্যালয়ের ভবন নির্মাণে বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ হাজী সেখ নুরুল ইসলাম, প্রাক্তন সাংসদ অজয় চক্রবর্তী মহাশয়, মাননীয় বিধায়ক নারায়ণ সুখাজী মহাশয়, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদ, বসিরহাট ২নং ব্লক পঞ্চায়েত সমিতি, নিশি-নির্মলা জলাধার নির্মানে শ্রী শ্যামল কান্তি দত্ত ও শ্রীমতী শিখা দত্ত (চাঁপাপুকুর), সর্বাধিক দিন বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নগদ পুরস্কার দাতা মহঃ মহিউদ্দিন মৌলভী, প্রাক্তন শিক্ষক, মাধ্যমিক পরীক্ষায় সর্ব্বোচ্চ নম্বর প্রাপককে স্বর্গীয় হরিভূষণ ঘটক স্মৃতি পুরস্কার, দাতা শ্রী রবীন্দ্রনাথ ঘটক:
(চাঁপাপুকুর), মাননীয় শ্রী বিশ্বনাথ দাশ মহাশয় (চাঁপাপুকুর), এককালীন অর্থ দান করার জন্য
বর্তমান পরিচালন কমিটির পক্ষে কৃতজ্ঞতা স্বীকার করিতেছি।