বিদ্যালয়ের নিয়মাবলী
১। সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অবশ্যই বিদ্যালয়ের আইডেনটিটি কার্ড ব্যবহার করিতে হইবে।
২। বিদ্যালয় নির্দিষ্ট পোবাক (ক্কুল ইউনিফর্ম) পরা শিক্ষার্থীদের পক্ষে বাধ্যতামূলক | ছাত্রদের গাঢ় নীল রঙের প্যান্ট ও সাদা জামা, অষ্টম শ্রেণি পর্যন্ত, ছাত্রীদের জন্য গাঢ় নীল রংয়ের স্কার্ট ও সাদা জামা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নীল পাড়ের সাদা শাড়ী ও সাদা ব্লাউজ নির্দিষ্ট পোষাক ও নীল রং -এর ওড়না।
৩। ১৫ই আগষ্ট ও ২৬শে জানুয়ারী যথাক্রমে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সকল ছাত্র ছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক ।
৪। বিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
৫1 বিদ্যালয় হতে বিনামূল্যে সরকার নির্ধারিত পাঠ্যপুস্তক দেওয়া হয়। পুস্তকগুলি শিক্ষার্থীদের যত্ব সহকারে ব্যবহার করতে হবে।
৬। বিদ্যালয়ের শ্রেণির কাজ শুরু হওয়ার অন্ততঃ পনের মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং সমবেত "প্রার্থনা সংগীতে” অবশ্যই অংশ গ্রহণ করতে হবে |
৭। শিক্ষক মহাশয়/মহাশয়াদের অনুমতি ছাড়া কেহ বিদ্যালয় পরিত্যাগ করতে পারবে
না। কোন কারণে ছুটির প্রয়োজন হলে প্রকৃত অভিভাবকের নিকট হতে দরখাস্ত দাখিল
করতে হবে। তাৎক্ষণিক প্রয়োজনের কথা বিবেচনা করে শ্রেণি শিক্ষক / শিক্ষিকাগণই
ছুটি মঞ্জুর করবেন।
৮। বিদ্যালয়ে যে সকল অনুষ্ঠান পালন করা হয়, সে সকল অনুষ্ঠানে বিদ্যালয় নির্দিষ্ট পোষাক পরিধান করা, নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা ও অনুষ্ঠানে সক্রিয় অংশ গ্রহণ করা ছাত্র-ছাত্রীদের পবিত্র কর্তব্য বলে মনে করতে হবে।
৯। প্রতি বৎসর খেলাধুলায় ও বাৎসরিক পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের উৎসাহ দানের জন্য কিছু বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থা আছে।