১) প্রত্যেক ছাত্রীকে বিদ্যালয় এর নির্দিষ্ট পোশাক (ইউনিফর্ম) পড়ে আসতে হবে।
২) উপাসনার ঘন্টা পড়ার আগেই বিদ্যালয়ে আসতে হবে উপাসনার পর সেখানেই বিদ্যালয়ের কোন খবর বা নির্দেশ থাকলেও জানানো হবে।
৩) ছাত্রীরা যেন প্রতিদিন বাড়ি থেকে খেয়ে বিদ্যালয় আছে এবং দুপুরের জলযোগের জন্য সঙ্গে কিছু আনে, এ বিষয়ে অভিভাবকেরা যেন দৃষ্টি রাখেন।
৪) বিশেষ কারণবশত অনুপস্থিত থাকলে ছাত্রীর অভিভাবক যেন যথোচিত কারণ ডায়েরির মধ্যে লিখে প্রধান শিক্ষিকাকে জানান।
৫) কোন ছাত্রী না জানিয়ে বিদ্যালয় এর বাইরে গেলে কঠিন শাস্তি দেওয়া হবে।
৬) ক) কোন ছাত্রী অসুস্থতার জন্য সাত দিনের বেশি অনুপস্থিত থাকলে চিকিৎসকের অনুমোদনপত্র (সার্টিফিকেট) সহ অভিভাবককে আবেদনপত্র যথাশীঘ্র প্রধান শিক্ষিকার কাছে জমা দিতে হবে।
খ) দীর্ঘদিন অনুপস্থিত থাকলে উপযুক্ত কারণ না দেখাতে পারলে ছাত্রীকে কঠিন শাস্তি দেওয়া হবে।
৭) প্রত্যেক ছাত্রী যথাসময়ে পাঠ্যপুস্তক সংগ্রহ করবে। প্রতি বিষয়ের খাতা ও বই রুটিন অনুসারে বিদ্যালয় অবশ্যই আনতে হবে।
৮) প্রত্যেক বিষয়ে শিক্ষিকার নির্দেশ অনুযায়ী বিভিন্ন সংখ্যক খাতা ছাত্রীকে রাখতে হবে এবং বিদ্যালয় নিয়ে আসতে হবে। একই খাতায় সব বিষয়ে লেখা, খাতা অপরিষ্কার রাখা, শিক্ষিকার আদেশ অনুযায়ী খাতা না করা প্রভৃতি দণ্ডনীয়।
৯) সেলাই ও অংকন এর উপকরণ গুলি প্রয়োজনীয় দিনে বিদ্যালয় অবশ্যই নিয়ে আসতে হবে, অন্যথায় শাস্তি পেতে হবে।
১০) সারা বছরের কাজের উপর ছাত্রীর পরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়া খুব বেশি পরিমাণ নির্ভর করে। প্রতি বিষয়ে ইউনিট টেস্ট এর নম্বর ও বাৎসরিক পরীক্ষার সঙ্গে যুক্ত হবে।
১১) ছাত্রীর এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় একাডেমিক কাউন্সিল যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১২) ক) শ্রেণীর শৃঙ্খলা রাখার জন্য শ্রেণীর নেত্রীর নির্দেশ প্রত্যেক ছাত্রী মেনে চলতে বাধ্য থাকবে।ছাত্রীরা সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকবে এবং বিদ্যালয় ভবন, প্রাঙ্গণ, বেঞ্চ, দেওয়াল প্রভৃতি স্থান সর্বদা পরিষ্কার রাখবে।
খ) বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্কুল ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন এর প্রতি শ্রেণীর ছাত্রীকে তাদের নির্দেশ মেনে চলতে হবে।
১৩) ছাত্রীরা সাইকেলের চাবি দিয়ে রাখবে এবং নির্দিষ্ট জায়গায় রাখবে।
১৪) বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গৃহীত পাঠ্যপুস্তক নির্দিষ্ট তারিখে ফেরত না দিলে ছাত্রীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
১৫) বিদ্যালয়ে মোবাইল আনা একদম নিষেধ।
১৬) বেশি টাকা পয়সা আনা নিষেধ।
১৭) বিদ্যালয়ের নিয়ম কানুন না মানলে জরিমানা করা হবে।