বিদ্যালয়ে ১০টা ৩০ মিনিটের মধ্যে ছাত্র-ছাত্রীদের উপস্থিত হতে হবে। বেলা ১০টা ৪০ মিনিটে প্রার্থনা সংগীত শুরু হয়।প্রত্যেক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর প্রার্থনা সভায় যোগদান বাধ্যতামূলক।বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয় ১০টা ৫০ মিনিটে। বেলা ১০টা ৫০ মিনিটের পর ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ।
বিদ্যালয়ে অনুপস্থিতির বিবরণ ডায়েরি তে অভিভাবকের স্বাক্ষরসহ লিপিবদ্ধ করতে হবে।
অভিভাবকের উপস্থিতি ছাড়া কোনো ছাত্র-ছাত্রীকেই বিদ্যালয়ে ছুটির পূর্বে বিদ্যালয় পরিত্যাগের অনুমতি দেওয়া হয় না। একমাত্র অসুস্থতাজনিত কারণে বা বিশেষ জরুরি কারণে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয় ত্যাগ করা যেতে পারে।
বিদ্যালয় চলাকালীন শ্রেণি কক্ষের বাইরে ইতস্ততঃ ভ্রমণ নিষিদ্ধ।
শিক্ষাবর্ষের মোট শিখনদিবসের কমপক্ষে ৭৫ শতাংশ উপস্তিতি বাধ্যতামূলক।
বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জন্ম জয়ন্তী সহ বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।
সাইকেল গ্যারেজ ছাড়া অন্যত্র সাইকেল রাখা যাবে না। ছাত্র-ছাত্রীদের নিজস্ব সামগ্রী নিজ দায়িত্বে রাখতে হবে, অন্যথায় বিদ্যালয় কর্তৃপক্ষ তার দায়ভার গ্রহণ করবে না।
বিদ্যালয় প্রাঙ্গন ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিছন্ন রাখার দায়িত্ব সকল ছাত্রছাত্রীর।