১। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার জন্য যখন যে নির্দেশ দেওয়া হইবে তাহা অবশ্যই মানিতে হইবে।
২। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হইতে হইবে এবং বিনা অনুমতিতে বিদ্যালয়ের ছুটির পূর্বে বিদ্যালয় ত্যাগ করা যাইবে না।
৩ । বিদ্যালয়ে অনুপস্থিত হইলে অভিভাবকের নিকট হইতে চিঠি আনিতে হইবে। বিদ্যালয় ছুটির পূর্বে বিদ্যালয় ত্যাগ করিতে হইলে অভিভাবকদের নিকট হইতে চিঠি আনিতে। হইবে। অন্যথায় জরিমানা অথবা অন্য কোন শাস্তি নির্ধারণ করা হইলে তাহা অবশ্যই। স্বীকার করিতে হইবে। বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা আশি ভাগ (৮০) না থাকিলে ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে পরীক্ষায় বসিবার যোগ্যতা হারাইতে পারে।
৪। বিদ্যালয় কর্তৃক ধার্য ফি সমূহ যথাসময়ে শোধ করিতে হইবে।
৫। শিক্ষক মহাশয়গণ যে কাজ (বিদ্যালয়ে অথবা গৃহে) দিবেন তাহা করিতে হইবে।
৬। টিফিনের বিরতির সময় ভিন্ন শ্রেণীকক্ষের বাহিরে ঘোরাফেরা চলিবে না।
৭। শিক্ষকের বর্তমানে অথবা অবর্তমানে শ্রেণীকক্ষে কোন গোলমাল করা চলিবে না বা শ্রেণীকক্ষের বাহিরে ঘোরাফেরা করা চলিবে না।
৮। বিদ্যালয়ের অনুষ্ঠানগুলিতে বিনা কারণে অনুপস্থিত থাকা চলিবে না। অনুপস্থিত হইলে অভিভাবকদের নিকট হইতে পত্ৰ আনিতে হইবে। অন্যথায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ যে শাস্তি বিধান করিবেন তাহা মানিয়া লইতে হইবে।
৯/ বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না লইয়া বিদ্যালয়ের বাহিরে কোন ক্রীড়া প্রতিযোগিতা বা অন্য কোন অনুষ্ঠানে অংশগ্রহন করা চলিবে না।
১০। বিদ্যালয়ের শৃঙ্খলা ও স্বার্থরক্ষার জন্য সর্বতোভাবে চেষ্টা করিতে হইবে।
১১। শ্রেণীকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখিবার কর্তব্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই পালন করিতে হইবে এবং সাপ্তাহিক বিদ্যালয় সাফাই অভিযানে অংশগ্রহন বাধ্যতামূলক। অন্যথায যে শাস্তি দেওয়া হইবে তাহা মানিয়া লইতে হইবে।
১২। প্রত্যেক ছাত্রকে স্কুলের ইউনিফর্ম ও ব্যাজ পরিয়া বিদ্যালয়ে আসিতে হইবে।
১৩। বিদ্যালয়ে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীকে বাধ্যতামূলক নির্দিষ্ট পরিচয় পত্র (Identity Card) পরিদৃশ্যমান অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করিতে হইবে।।
১৪। বিদ্যালয় চত্বরে মোবাইল ফোন আনা নিষিদ্ধ।
১৫/ বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।