Uniform

পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য।    

নেভি ব্লু ট্রাকসুট ও হলুদ টি শার্ট ও সাদা কেডস। ( সোম, বুধ ও শুক্রবার) এবং নেভি ব্লু প্যান্ট ও মেরুন রঙের চেকের জামা (এস কুমার ব্যান্ড এর ১ নম্বর ইউনিফর্ম) ও কালো জুতো। (মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) শীতের সময় নেভি ব্লু সোয়েটার।

একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য।

হলুদ রঙের সালোয়ার ও বটল গ্রিন রঙের কামিজ ও সাদা কেডস। শীতের সময় নেভি ব্লু সোয়েটার।

বি: দ্র: বিদ্যালয় অনুমোদিত Uniform এর সঙ্গে অন্য কোনও পোশাক যোগ করা যাবে না।এবং অন্য পোশাক পরে বিদ্যালয়ে আসা যাবে না। ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র প্রত্যেকদিনই নিয়ে আসতে হবে। নমুনা স্কুল ইউনিফর্ম দেখার জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজ ঘোষ ও শিক্ষা কর্মী বিশ্বনাথ মন্ডলের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

প্রধান শিক্ষক।

বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উঃ মা)

 

 

                                                                 SCHOOL UNIFORM

Sample school Uniform is available in school Office.Students are asked to contact Sri Biswanath Mondal for the same.

Headmaster,

BDMV HS