Admissions

সাধারণতঃ প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম দেওয়া হয়। ২ রা জানুয়ারি (রবিবার বা ছুটি না থাকলে) থেকে ফর্ম জমা নেওয়া হয়। সঙ্গে শিক্ষার্থীর জন্ম শংসাপত্র, আধার কার্ড, রক্তের গ্রুপ, ফোন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, বিপিএল তালিকা ভুক্ত হলে বিপিএল নাম্বার প্রভৃতি কাগজের জেরক্স কপি ও রঙিন পাসপোর্ট ফোটো এবং প্রাক্‌-প্রাথমিক শ্রেণি ছাড়া অন্য শ্রেণিতে ভর্তি হতে চাইলে আগে যে স্কুলে পড়ত সেখান থেকে আনা শিক্ষার্থীর ID  সহ ট্রান্সফার সার্টিফিকেট জমা দিতে হয়।

*** বছরের যেকোনো সময়ই ভর্তি হওয়া যায় তবে পদ্ধতি উপরের মতই।