Our Campus

বড়কূর্পা প্রাথমিক বিদ্যালয় আংশিক দ্বিতল ভবন নিয়ে গঠিত। নীচে অফিস ঘর সহ ৫ টি কক্ষ ও দ্বিতলে ১ টি কক্ষ আছে। শ্রেণি কক্ষ গুলির নাম বাঁকুড়া জেলার ৫ জন কৃতী সন্তানের নামে নামাঙ্কিত করা হয়েছে। যেমনঃ- “সারদা কক্ষ”, “কণিকা কক্ষ”, “যামিনী রায় কক্ষ”, “রামানন্দ কক্ষ” ও “রামকিঙ্কর কক্ষ”। বিদ্যালয় ভবন ও তার সামনের প্রাঙ্গণ পুরোটাই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে পানীয় জলের উৎস হিসাবে একটি নলকূপ, অন্য কাজে ব্যবহারের জন্য একটি কুয়ো আছে। কুয়োর জল পাম্পের সাহায্যে ট্যাঙ্কে তোলা হয় ও নলবাহিত হয়ে শৌচাগার, বেসিন, বাসন ধোওয়ার স্থানে পৌঁছে  যায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ২ টি আধুনিক শৌচাগার সহ মোট ৮ টি শৌচাগার আছে। মিড ডে মিল রান্নার ঘর, ডাইনিং হল, হস্তশিল্প কর্মশালা কক্ষ বর্তমান। ২ টি বাগানে ফুলগাছ ও সবজি চাষ হয়। এছাড়া যে ফাঁকা জায়গা আছে সেখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে, প্রারম্ভিক সমাবেশ অনুষ্ঠিত হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। এছাড়া একপ্রান্তে একটা জাম্পিং পিট আছে সেখানে ছাত্রছাত্রীরা দীর্ঘলম্ফন, উচ্চলম্ফন অনুশীলন করে। বাগান পরিচর্যা করা, শ্রেণি কক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী সবাই সমান ভাবে করে।