“পৃথিবীতে যদি কোথাও স্বর্গ আছে, সেটা এখানেই, সেটা এখানেই, সেটা এখানেই”।– মোগল সম্রাট জাহাঙ্গীর
৫ বছরের যে কুঁড়িরা প্রাক্-প্রাথমিক শ্রেণিতে আসে তারাই একদিন গন্ধে-বর্ণে পরিপূর্ণ হয়ে ওঠে – হয়তো কেউ একটু কম, কেউ একটু বেশি। ছটা বছর দেখতে দেখতে পেরিয়ে যায়। মায়ের হাত ধরে ঢোকার সময় যেমন তাদের কান্না দেখি, আমাদের হাত ছেড়ে বেরিয়ে যাবার সময়ও দেখি সেই কান্না। তার মধ্যে পড়তে শেখা, জানতে শেখা, স্কুলের সব কাজে ঝাঁপিয়ে পড়া, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় জান-প্রাণ এক করে স্কুলের মুখ উজ্জ্বল করা, দুপুরে একসাথে খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে রিহার্সাল... প্রতিবছরই এগুলো থাকে শুধু বছর বছর পালটে যায় কচি মুখগুলো।
প্রার্থনা করি ওরা যেন পরিপূর্ণ মানুষ হতে পারে।