১। বিদ্যালয়ে নিয়মিত আসা, শৃঙ্খলা রক্ষা ও সময়ানুবর্তিতা সবাইকে মেনে চলতে হবে।
২। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।
৩। শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গন-এ পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব সবার।
৪। প্রারম্ভিক সমাবেশে যোগদান বাধ্যতামূলক।
৫। কোনো কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে, আগে বা পরে অবশ্যই অভিভাবক কতৃক শ্রেণি শিক্ষককে জানাতে হবে।
৬। বিশেষ কারণ ছাড়া বা অভিভাবক নিতে না এলে ছুটির আগে বিদ্যালয় পরিত্যাগ করা যাবে না।
৭। পরিষ্কার পোশাক পরে ও পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসতে হবে।
৮। প্রতিদিনের পাঠ অনুযায়ী বই-খাতা আনতে হবে এবং প্রতিদিনের পড়া করতে হবে।
৯। বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক।
১০। সবার মধ্যে সহযোগিতার মানসিকতা, সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্ববোধ লালন করতে হবে।
১১। বিদ্যালয়ের সমস্ত কাজে শিশু সংসদ ও বাকিদের সমান ভাবে এগিয়ে আসতে হবে।
১২। মিড্ ডে মিল এর আগে থালা নেওয়া, সাবান দিয়ে হাত ধোওয়া, খাবার খাওয়া, থালা ধোওয়া সুশৃঙ্খল ভাবে করতে হবে।