সিমলাপাল মদন মোহন হাই স্কুলে আনন্দময় পরিবেশে যাতে শিক্ষার্থীরা পাঠগ্রহণ করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেক পড়ুয়া যাতে অংশগ্রহণ করে সে বিষয়ে শিক্ষক-শিক্ষিকাগণ যত্নবান থাকেন। এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে নানারকম সুযোগসুবিধা পেতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সরকার নির্দিষ্ট পাঠক্রমটি সম্পুর্ণ অনুসরণ করা হয় এবং পাঠপদ্ধতিও প্রশিক্ষণ অনুযায়ী গ্রহণ করা হয়। পরীক্ষা গ্রহণ ও মুল্যায়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত প্রশ্নপত্রের ধরণ এবং মুল্যায়ন ও সময় সারণী অনুসরণ করা হয়।
এছাড়া, প্রত্যেক শিক্ষার্থীকে কম্প্যুটার স্বাক্ষরতা প্রদানের জন্য বিদ্যালয়ে ব্যবস্থা আছে। কম্প্যুটার ও প্রজেক্টরের মাধ্যমে কিছু কিছু ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের বিনোদনের জন্য মাঝে মাঝে শিশুদের উপযোগী ফিল্ম দেখানো হয়। সম্প্রতি, আই সি টি প্রকল্পের অধীন কম্প্যুটার শিক্ষা শুরু হয়েছে।
বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে যথেষ্ঠ সংখ্যক আসবাব আছে, লাইট ও ফ্যান আছে। দ্বিতলের শ্রেণিকক্ষগুলিতে সুরক্ষার জন্যে ব্যালকনিগুলি লোহার গ্রীল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
খেলার জন্য বিদ্যালয় প্রাঙ্গনের ভেতরে একটি ছোট খেলার মাঠ আছে, সেখানে শিশুরা ফুটবল ক্রিকেট সহ কবাডি খোখো ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে। টুর্ণামেন্ট ও স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য বিদ্যালয়ের একটি প্রমাণ সাইজের মাঠও আছে। এছাড়া, একটি মিনি জিমনাসিয়াম আছে, যেখানে উঁচু ক্লাসের পড়ুয়ারা ব্যায়ামাদি করতে পারে। আছে এন সি সি, ক্রেতা সুরক্ষা দপ্তর, আইনস্টাইন সবুজ বাহিনী।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য শিক্ষকগণ সদা সতর্ক থাকেন। মিড ডে মিল খাওয়ার জন্যে একটি ডাইনিং সেড আছে। বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে। হাত ধোয়ার জন্য ট্যাপ কলের ব্যবস্থা আছে।
বিদ্যালয়ের পাঠাগারটিতে বিভিন্ন প্রকারের বই আছে। শিশুরা সেসব বই পড়ার সুযোগ পায়। বিদ্যালয়ের ল্যাবরেটরিগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যবহার্য সামগ্রী আছে এবং সেখানে তারা তাদের পাঠক্রমের অন্তর্গত ব্যাবহারিক ক্লাসগুলি করে থাকে।
পাঠক্রমের মধ্যে বিদ্যালয়-স্তরের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্দিষ্ট করে দেওয়া আছে। পাঠক্রমটি সম্পুর্ণভাবে অনুসৃত হলে শিক্ষার্থী কাঙ্খিত গুণাবলি ও সক্ষমতা অর্জন করবে। পাঠক্রমের বাইরের কিছু বিষয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সহায়ক হয়ে থাকে। সাংস্কৃতিক প্রতিযোগিতা তার মধ্যে অন্যতম। এই বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার সুব্যবস্থা আছে। সময়ে সময়ে পত্রিকা ও দেওয়াল পত্রিকাও প্রকাশ করা হয়ে থাকে।
শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক এদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়। এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালন সমিতি একযোগে কাজ করে। আমরা এই ভাবেই শিক্ষার লক্ষ্যপুরণের পথে অগ্রসর হচ্ছি।