দীর্ঘ এলাকা জুড়ে অবস্থিত সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আছে বিস্তীর্ণ প্রাঙ্গণ, ক্লাসরুম, পুকুর, প্রাচীন কক্ষ, হোস্টেলের ভগ্নাবশেষ, বিস্তৃত পুকুর, সুপ্রাচীন বৃক্ষরাজি। শ্রেণিকক্ষগুলি ছড়ানো। আছে বিজ্ঞান ভবন, কলা ভবন, বাণিজ্য ভবন, প্রশাসনিক ভবন, ল্যাবরেটরি, কম্পিউটার রুম, বিবেকানন্দ জিমন্যাসিয়াম, প্লাটিনাম জুবিলি ভবন, মঞ্চ, নেতাজী ভবন, বৃত্তিমূলক শ্রেণিকক্ষ ও কার্যালয়, এন সি সি কক্ষ ইত্যাদি।