Rules & Regulations

বিদ্যালয়ের নিয়মাবলি

প্রত্যেক শিক্ষার্থী যাতে শিক্ষায় ও সংস্কৃতিতে, সমানুভূতি ও সহমর্মিতায় নিয়ম ও শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌজন্যমূলক আচরণ গড়ে তুলতে পারে এবং সমাজ ও দেশের গৌরব ও আনন্দের কারণ হয়ে উঠতে পারে সেদিকে দৃষ্টি রাখেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যেই কিছু নিয়মাবলি পালন করতে হয়

  • প্রত্যহ সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
  • বিদ্যালয় শিক্ষা দিবস শুরু হয় সকাল ১০ টা ৩০ মিনিটে। ঘণ্টা পড়ার সঙ্গে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধার মনোভাব নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া প্রয়োজন।
  • প্রার্থনা শেষ হলে শৃঙ্খলা মেনে নিজ নিজ শ্রেণিকক্ষে যেতে হবে।
  • প্রত্যেক পিরিয়ডের শেষে নীরবতা বজায় রাখা বাধ্যতামূলক।
  • বিদ্যালয়ে পরিচ্ছন্ন পোশাক পরিধান আবশ্যক।
  • বিদ্যালয়ের নিজস্ব আইডেন্টিটি কার্ড বা ব্যাজ পরতে হবে।
  • নিজ নিজ ক্লাস পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক।
  • প্রতি শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা ৭৫ দিন হতে হবে।
  • প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে যাওয়া যাবে না।
  • বিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছাত্র-ছাত্রীদের।
  • দামী জিনিস, বেশি টাকা ও মোবাইল ফোন নিয়ে বিদ্যালয় আসা যাবে না।
  • নিয়ম শৃঙ্খলা মেনে ল্যাবরেটরি, জিম, লাইব্রেরি ইত্যাদি ব্যবহার করতে হবে।
  • নির্দিষ্ট স্থানে বাইসাইকেল বা বাইক রাখতে হবে।
  • বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোনো কাজে অফিস এলে অবশ্যই ইউনিফর্ম পরে আসতে হবে।
  • বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানগুলিতে দায়িত্ব পালন করতে হবে।