History

সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু শত বছর আগেই। সিমলাপাল রাজবাটীর কাছে মধ্য ইংরেজি স্কুল (ME) হিসেবে শুরু হয়েছিল। তারপর সিমলাপালের রাজা মদন মোহন সিংহচৌধুরীর পৃষ্ঠপোষকতায় ১৯৩৮ এর ২০ জানুয়ারি নতুন স্থান ও নতুন নাম নিয়ে এই স্কুলের নবপর্যায়ের পথ চলা। সিমলাপাল মদন মোহন ইংরেজি স্কুল (HE) নামে ১৮ জন ছাত্র ও তিনজন শিক্ষক নিয়ে সেদিন শুরু হয়েছিল বর্তমান বিদ্যালয়ের নব মুকুল হয়ে।

১৯৪০ এ ক্যালকাটা ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে পরের বছর প্রথম মেট্রিকুলেশন পরীক্ষায় বসার সুযোগ পান এই স্কুলের শিক্ষার্থীরা। ১৯৪৮ এ গ্রান্ট-ইন-এড এর আওতাভুক্ত হয় এবং ১৯৫৮ খ্রিষ্টাব্দে উচ্চতর মাধ্যমিকে (একাদশ) উন্নীত হয়। পরিগণিত হয় বহুমুখী বিদ্যালয় রূপেও।

১৯৬৭ সালে এই বিদ্যালয়ে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয়। ১৯৭৬ এ পরিপূর্ণভাবে দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয় নিয়ে এই স্কুল একটা বড় ভূমিকায় অংশ নিতে শুরু করে।

২০০২ তে শুরু হয় কম্পিউটার শিক্ষা, ২০০৬ তে বৃত্তিমূলক শিক্ষা। ২০১৭ তে পশ্চিমবঙ্গ সরকারের সেরা বিদ্যালয় সম্মাননা লাভ করে সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের এই ঐতিহ্যের ভূমিকায় রয়েছেন বহু ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী, শুভানুধ্যায়ী মানুষের পবিত্র ছোঁয়া, অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, স্বপ্ন ও ভালবাসা।